রবিবারের গদ্য কবিতা
গৌতম বাড়ই
আর কী মানুষজন্ম আবার
ছোটো থেকে শেখানোর কত আপ্রাণ চেষ্টা
"জননী আর জন্মভূমি স্বর্গের থেকেও বড়"
আর স্বর্গ এক অলীক কল্পনা স্বাধীনতার মতন
স্বাধীনতা মানে শুধু ক্ষমতাহস্তান্তর
দলিত মানে কথায় আর চাবুকের দলন
আর ভিক্ষের ঝুলি চাচুরকল
মিডিয়া মানে এখন যেমন ভয়ানক পৃষ্ঠপোষকতা
নিরপেক্ষতা না ছাই!
সংবিধান আষ্টেপৃষ্ঠে সংখ্যাগরিষ্ঠের বাঁধন
আইন আইনের পথেই নাকি চলে
পঞ্চাশ হাজার টাকা চুরির কঠিন সাজা কেরানীর
হাজার কোটি দিব্যি মেরে পৃথিবীর ভ্রমণে
খল- নায়ক ধনী দূর্বৃত্তরা
করে আর ধারে বিপর্যস্ত জীবনে একমুঠো ভিক্ষে
ঠনঠনিয়ার গলিতে রেশন দোকানে চুলোচুলি
লে হারামী ব্যস্ত থাক এসব নিয়ে----
অতিমারিতে মরবে খেতে না পেয়ে মরবে
শিক্ষা ডিগ্রী সব জঞ্জাল ক্ষমতার কাছে
ক্ষমতা পেতে শুধু ক্ষমতা লাগে বে-আইনী পথের
মানুষ জন্মের জন্য এখনও কী হত্যে দিয়ে
পড়ে রইবার আর কোন সাধ আছে দেবালয়ে?
বরং একটা প্রলয় বিপর্যয় ধ্বংস দাও পৃথিবীর
আনন্দে মরতে মরতে দেখি আমাদের পৃথিবী
সৌরজগত থেকে ক্রমে গলতে গলতে বিলুপ্ত হচ্ছে
কখনও সৃষ্টি থেকে ধ্বংস বেশি কাম্য হয়ে ওঠে
ক্ষমতাহীন দূর্বল মানুষের কাছে----
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_24.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন