দুঃসময়ের কবিতা -৫৪
অলক দাঁ
১.
বৃষ্টিতে সুখ দুখ
বৃষ্টি পড়ুক বৃষ্টি ঝরুক
সারাটা দিন রাত
শরীর ভিজুক মন ভিজুক
বন্ধু বাড়াও হাত।
আয়েস করে খাও দাও
ভেবোনা আছো একা
মোবাইলে বন্ধু হাজার
তাদের সাথে থাকা।
বর্ষা আনে কারো মনে
চিন্তা হীন দিন
বন্যা যাদের ঘর ভাঙ্গে
চিন্তায় ঘুম হীন।
কারো সুখ কারো দুখ
নিয়ম তুমি মানো
তবুও তোমায় চাই সবাই
সবুজ ধরনী আনো।
২.
এমন হলে কি হয়
নেই কোন কোলাহল
নেই রাজনীতি
দয়া মায়া আছে ক্ষমা
মানুষের প্রতি।
নেই হিংসা নেই দ্বেষ
আছে স্নেহ মমতা
জাহির করে না কেউ
অকারণ ক্ষমতা।
প্রকৃতি উদার সেথা
ফুল ফল গাছে
কুলু কুলু বয় নদী
পাহাড়ের মাঝে।
ঘাসে ভরা প্রাঙ্গণে
ওড়ে প্রজাপতি
আকাশটা ঝলমলে
সূর্যের দ্যুতি।
ঝাঁক ঝাঁক পাখি সেথা
কি বাহারি সুর
শান্তির সেই নীড়
বলো কত দূর?
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_83.html
খুব সুন্দর।
উত্তরমুছুন