দুঃসময়ের কবিতা —৫৫
সেন্টু রঞ্জন চক্রবর্তী
গদ্যময় জীবনের কথা
বন্ধু গো
বড় কথা বড় ভাব
আসে না কলমে,
তাই—
লিখি গদ্যময় জীবনের কথা,
স্মৃতির মর্মরে
শুকনো পাতা হয়ে ঝরে
যেখানে পেয়েছি যতটুকু ব্যাথা।
প্রেমহীন জীবনের
গল্পটা নয় বেশী দীর্ঘ
বিশ্বাসের কপালে রাজটিকা দেবো বলে
খুঁজেছি যত্রতত্র অলীক স্বর্গ,
বারবার মরীচিকা
বাড়ায়েছে মেকী হাত,
যেখানে পেয়েছি ঠাঁই
যদি গো দেখা পাই
মধ্যে রাতে বহুবার ভেঙেছে ঘুম অকস্মাৎ।
হেঁটেছি অনেক পথ
ক্লান্তি এসে অনেকবার ডেকেছিলো
খানিকটা দাঁড়াতে,
তবুও অবিরাম হেঁটেছি কণ্টকাকীর্ণ পথে
মনোবল পুঁজি করে,
উদাস পথিক যেন
স্রোতে ভাসি তৃণহেন
সর্ষেসম পাইনি আমি
চেয়েছি যাহারে।
যেখানে পেয়েছি যারে
জিজ্ঞাসা করেছি তারে
অবশেষে
জানিলাম সবাই হাঁটে জীবনের পথে,
ফিরায়ে নিয়েছে সবে
নিরুত্তর নীরবে
অন্তরে বাহিরে প্রশ্ন
সকলেই আমরা নাকি
পথ চলি একই ভগ্নরথে।
কেউ বলে
কেউ বলে না
শুধু
এইটুকুই তফাৎ,
বিষণ্ণ গুধূলি এসে
হাতছানি দেয় শেষে
রাতের আঁধারে মিশে
অজান্তেই কখন জানি
পিছু নেয় চোরাবালি রাত।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_29.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন