দুঃসময়ের কবিতা -৫৬
পাঁপড়ি দাস
মুক্তির খোঁজে উন্মুখ শব্দেরা..
বিষন্ন একলা দুপুরের নির্জনতার প্রতীক্ষায় ধূসর এক সকাল...
ঝাপসা বিকেলের স্মৃতিরাও বিমর্ষ রাতের নিশ্চুপ অন্ধকার,
সবটুকুমিলে একটা গোটা বিপন্ন দিন একান্ত ব্যক্তিগত মালিকানা।
গোটাকয়েক ব্যর্থতা, আরও কয়েকটা অপ্রাপ্তি, অনেক অনেক অনাকাঙ্খিত প্রাপ্তি, অল্পকিছু সাফল্য, শর্তবিহীন একপৃথিবী মাতৃত্বের সুখ!
জীবনের ব্যাপ্তি এটুকুই...
নিদ্রাহীন চোখে জেগে থাকা বিড়ম্বিত জয়ের গান,
সযত্নে আড়ালকরা অশ্রু মিশে থাকে উপন্যাসের পাতায় "সুবর্ণলতা " "বকুলকথা"র খুব কাছাকাছি।
বিয়োগান্ত শেষের পৃষ্ঠায় উত্তর খোঁজা।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_61.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন