দুঃসময়ের কবিতা -৫৮
সাতকর্ণী ঘোষ
১.
ছল-চাতুরির বাজার গরম
শূন্য করে যেতেই পারি—
আকাশ আমার রাজত্ব---নতুন সাজে সাজতে জানি
বাতাস ধেয়ে আসতে পারে পাল না তুলে দাঁড় টানি
চোখ রাঙিয়ে সূর্য হাসে—
আগুন জ্বলে বস্তিতে-কান্না ভাঙে সব হারিয়ে
ধোঁয়ার সাথে ওঠে কুণ্ডুলি দুঃখ-সুখ উড়িয়ে
এসব আর বুঝবে কবে শিক্ষে ভেঙে খানখান
তোমার খাবার কেড়ে খেয়ে তোমার নামেই বদনাম
২.
শূন্য করে যেতেই পারি
ভাবতে ভাবতে পথ ভুলেছি—
নতুন পথে অন্ধকার -টুক দিচ্ছে আলোর ঝিলিক
হাঁটছে কারা মিছিল মিছিল উঠছে ছবি ক্লিক ক্লিক
হাতের মুঠোয় কিচ্ছুটি নেই—
প্রতিবাদ তবু শূন্য চায়-হাজার হাজার আস্ফালন
মুঠোয় ভরা বাতাস নাচে পেটের মধ্যে খুব জ্বলন
হাতের দোষ আর কী দেব বিক্রি এখন হাতের হাট
যে দিকিতে ভিড় বেড়েছে সে দিকেতেই ফসল মাঠ।
আরও পড়ুন 👇🏾👇🏾
http://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_8.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন