দুঃসময়ের কবিতা -৫৭
দুরন্ত বিজলী
সেকেলে
আমার বউ অতটা স্পষ্ট নয়, যেমন তোমরা।
তোমরা অকপটে সব কিছু বলে ফেল।
সে অস্বচ্ছ সূক্ষ্ম পর্দার ভেতর সবকিছু ঢেকে রাখে।
তোমরা কেমন অবলীলায় বলে ফেল ভালোবাসার কথা--
আই লাভ ইউ। সে আজও পর্যন্ত মুখে বলতে পারে না।
তোমরা এতটাই প্রকাশিত যে তোমাদের কাছে ভালো না লাগলে বাঁধন ছিঁড়ে ফেলতে পার। এখানেই সে অন্যরকম, বাঁধন ছেঁড়ার কথা হলে তার চোখ দিয়ে জল ঝরে।
তোমরা যা দেখে বল -- সেকেলে!
সেকেলে বউয়ের ভেতর আমার সেকেলে মায়ের মমতা ও স্নেহ দেখতে পাই এই প্রৌঢ় বয়সে।
এখানে সে স্পষ্ট। আর তোমরা...?
আরও পড়ুন 👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_64.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন