দুঃসময়ের কবিতা -৫৩
মনোজ ভৌমিক
অ-কবির কবিতা
প্রতিদিন লিখলে কবিতা তুমি কি হয়ে যাবে কবি!
যদি তোমার কবিতায় না থাকে শতবর্ষ ভাবনার ছবি!!
ইতিহাসের ছেঁড়া পাতা থেকে যদি না ওঠে দীর্ঘশ্বাস!
বুঝে নিও বন্ধু, এ শুধু সময়ের ভ্রান্তি বিলাস।
জামুনের পাতা ছুঁয়ে যদি না নামে অন্ধকার,
নিভন্ত ওই চুল্লীতে আগুন জ্বালানো বেকার।
সময়ের মন্ত্র কথায় যদি না জাগে গণতন্ত্র,
সে কবি তো ব্যর্থ কবি, কবিতায় নেমে আসে দিনান্ত।
দুর্বোধ্য শব্দের কাকলিতে জেগে ওঠে যে কবিতা,
রূপকের সমাহারে সে হয়ে উঠবে আগামীর সবিতা।
তাই আজ অ-কবিদের দলে থেকে লিখে যাই জীবনকথা,
তুমি আমি এই আছি এই নেই, কবিতা সংশয়াতীত হেথা।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_27.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন