।। প্রতিদিন বিভাগ।।
।। সেপ্টেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা আসছেন— ১৯।।
দুর্গতিনাশিনী
মানস মুখোপাধ্যায়
অষ্টাদশী --
আজ আর চাঁদ উঠবে না রাতের আকাশে
আজ আর সূর্য উঠবে না দিনের শুরুতে
ঘোর অমাবস্যায় ঢেকে আছে বিষন্ন তোমার মুখ
কাশফুলের দোলায় দুলছে শরতের সকাল
ঘরে ভুরভুর করছে শিউলি ফুলের সুবাস
ফুটফুটে সন্তানেরা মেতে আছে
তোমার আসার আনন্দে,
অনুদানে সেজে উঠেছে পূজো মন্ডপ
নাই বা হলো নতুন বস্ত্র পরিধান
নাই বা হলো কর্ম সংস্থান
এভাবেই চলুক বাংলার ভিক্ষাবৃত্তি সংসার!
অষ্টাদশী , এভাবেই বাঁচুক আমাদের পরিবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন