লেবেল

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। সেপ্টেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা আসছেন— ১৪।। রূপান্তর — আশীষ কুমার বিশ্বাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




   ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  সেপ্টেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় - মা আসছেন—   ১৪।।




রূপান্তর   

আশীষ  কুমার  বিশ্বাস

    
 ভিন্ন রূপ  রূপান্তর
 রূপান্তর কারীর ভিন্ন পরিচয় ।

লিঙ্গ পরিবর্তন
ছিলাম এক , হোলাম আরেক ।

এক প্রভেদ এর জন্ম নিল ।

কেউ বা নারী , পুরুষের মনোভাব
উল্টো - পুরুষ , নারীর মনোভাব ।

চলছে সেক্স  রি এসাইনমেন্ট  সার্জারি ।

এখনো চলছে যোগ্যতার লড়াই 
কোথাও জয় , কোথাও পরাজয় !

এরই মধ্যে বঞ্চনা অবহেলা 
বাঁধা বিপত্তির স্তূপ ।

তারা হেঁটেছে অনেক
প্রয়োজনে হাঁটবে  আরও অনেক দূর ।

      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন