।। প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। ছড়াক্কা পর্ব— ২।।
পড়ার ভয়
বিদ্যুৎ মিশ্র
স্কুলের আজ হয়নি পড়া ভয় যে ভীষণ করে
স্যারের কাছে গেলেই উনি
চাবুক নিয়ে হাতে
মারবে এমন থাকবে ব্যথা
সকাল থেকে রাতে।
ভাবছি আমি চুপটি করে থাকবো নিজের ঘরে।
।। প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। ছড়াক্কা পর্ব— ২।।
পড়ার ভয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন