।। প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। ছড়াক্কা পর্ব— ১।।
কাঙ্ক্ষিত স্বাধীনতা
জয়শ্রী সরকার
স্বাধীনতা নামেতে এক উন্মাদনা আছে,
দেশকে যারা ভালোবেসে
ফাঁসির মঞ্চে উঠলো হেসে
প্রাণটা দিলো এক নিমেষে
স্বাধীনতা পেলাম শেষে;
ওদের নামে নাও গো শপথ জন্মভূমির কাছে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন