লেবেল

বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ২২।। সুখ ও স্বপ্ন - বিকাশরঞ্জন হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ২২।।



সুখ ও স্বপ্ন 

বিকাশরঞ্জন  হালদার 

অনেক দূর  সাঁতার  দেব  সেটাই   ভেবে   ছিলাম 
নদী-জলের ডাক সেভাবে কবে'ই বা আর পেলাম
সুখ ও  স্বপ্ন  দিন  ও   রাত্রি
তুমি'টি আমি'টি মরণ-যাত্রী 
নিজের গান নিজেই গেয়ে কাঁসর বাজিয়ে গেলাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন