।। প্রতিদিন বিভাগ।।
।। জুলাই সংখ্যা।।
।। লিমেরিক পর্ব— ২।।
পুষ্প সাঁতরা-র লিমেরিক
১.
ভোট
বক্তিমে দেয় বেশ নেতাই মনে ভাবে
হাতে ভাতে মস্তি করেন নিত্য স্বভাবে
লোকজন ভোট তো দেয়
বাম - ডানে তাই তো নেয়
পেট কাটলে ক নেই তলার ওকুড়াবে।
২
কথার পটু
পড়শির রানী দিদি সবেতেই পটু
হাতি হাতি পা তার ওজনেতে মটু
পাঁচ লিটার দুধ পান
না পেলে তো অভিমান
ধমকে ধামকে দিয়ে কথাতে কটু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন