লেবেল

শনিবার, ৫ জুলাই, ২০২৫

আজ থেকে প্রকাশিত... অঙ্কুরীশা-র পাতায়... লিমেরিক পর্ব ।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১।। জয়শ্রী সরকার -এর লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১।।




জয়শ্রী সরকার -এর লিমেরিক 



 ১ 
এ বর্ষাতে 


খগেন খুড়ো বাজার গেলো ছাতা মাথায় দিয়ে 

আধভেজা কাক হয়ে খুড়ো ফিরলো ইলিশ নিয়ে। 

মুষলধারে বৃষ্টি ঝরে 

খুড়ি বলে রাগের স্বরে 

কচুশাকটা নিয়েই এসো পুকুরপাড়ে গিয়ে!



২ 

করবো খুশি জামাইকে আজ 


গিন্নি এত ভাবছো কী সব জামাই ষষ্ঠী নিয়ে?

কয়েক বোতল আনবো কিনে কক্স বাজারে গিয়ে।

জামাই তোমার বোতল বাবু 

পাঁচ পেগেতে হয় না কাবু 

করবো খুশি জামাইকে আজ রঙিন বোতল দিয়ে!



৩ 

মহৌষধি 



টাকা যে এক মহৌষধি, চোখ কান মুখ বন্ধ 

পট্টি বেঁধে বিচারকও বেমালুম অন্ধ 

সত্যেরই ঠাঁই হয় কবরে 

মিথ্যারই জয় সেই খবরে 

ওই ওয়াশিং মেশিনেতে কেটে যায় গন্ধ!



৪ 

বোকার মরণ 



দুই চোখেতে ঠুলি বাঁধা, পিঠে জ্ঞানের বোঝা 

ক্লাসরুমেতে চললো বগাই, জ্ঞান দেওয়া আজ সোজা।

সাদা কাগজ জমা দিয়ে 

পয়সা ফেলে চাকরি নিয়ে 

হোঁচট খেতে খেতেই তো আজ জ্ঞানের আলো খোঁজা!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন