তন্দ্রা ভট্টাচার্য্য
হঠাৎ একটি মেয়ে দৌড়তে দৌড়তে পড়ে অজ্ঞান হয়ে গেল। এই বড় জোর বছর বত্রিশ তেত্রিশ হবে। অসম্ভব শালীন একটা চেহারা। আমি যাচ্ছিলাম হরিশচন্দ্রপুরের উদ্দেশ্য। চোখে বোতেলর জলই দিলাম... জ্ঞান ফিরল, বললেন স্কুলের দেরি হয়ে গেল। ধন্যবাদ দাদা, স্যরি দুদিন ওষধ খাওয়া হয়নি তাই...। জিজ্ঞাসা করলাম মৃগী ? বললেন না না অহেতুক জীবন যন্ত্রণা আর শরীরের ভেতর একটা মিথ্যা ভার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন