লেবেল

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২২।। রোদ মাখা শিশির গায়ে — বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২২।।




রোদ মাখা  শিশির গায়ে 

বিকাশরঞ্জন  হালদার 

শীত-বুঝি কাতরতা 
ভিন্ন কোনো 
আহুত  অথবা অনাহুত...

শীত খুঁজি শীতের ভিতরে

খুঁজে  ফেরা রস মিঠে-রস 
যেখানে সন্ধান পাই যত...
 
রোদ মাখা  শিশির গায়ে শুয়ে  থাকে
জমি 

এখন 

গোলা ভরে ভালোবাসা সোনা ধানরাশি
বুকে হাসে আলো 
কত শীত আসে  শীত যায় 

স্বপ্নেরা পোশাক  বদলালো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন