।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —৫।।
দীর্ঘশ্বাস
তামস চক্রবর্ত্তী
বুকে হিংস্র শ্বাপদের পায়ের দাগ।
মাথার উপর লুব্ধক নক্ষত্র স্থির।
চোখে জোনাকীর আলো।
পথ হাঁটছে একদল মানুষ ।।
গাছের পাতায় ঝিঁঝির
অবিরাম ডাক। অন্ধকার
মাটির গভীরে ঊষ্ণ দীর্ঘশ্বাস ।
ক্লান্ত অবসন্ন ঢেউ
একদল মানুষ পথ হাঁটছে।।
যন্ত্রণার সাইরেন বাজছে
পোঁ -পোঁ- পোঁ-
রাস্তায় রাস্তায় দিকভ্রান্ত মোড় ।
ডাইনে বামে ।
অজস্র জীবন্ত কঙ্কাল
মানুষ পথ হাঁটছে ,একদল।।
নিঃশব্দ প্রাণ
পথ বদলায়।
রঙ্ বদলায় জীর্ণ জামার বোতামে
খোলা ঘর আটকে থাকে।
বুকের পাঁজরে অসংখ্য ক্ষত
সংসার হারানো মায়ের
লজ্জা হারানো বোনের
সতীত্ব হারানো স্ত্রীর ।
মানুষ পথ হারিয়েছে।
রাস্তায় রাস্তায় শকুনের মিছিল
হাঁটছে এক পথ এক দল মা-নু-ষ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন