।।।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —২১।।
মরুক্ষেতে বৃষ্টি নামুক
জয়শ্রী সরকার
মরুক্ষেতে শব্দবীজ বশ্যতা মেনেছে কি?
পেরেছে কি অঙ্কুরোদ্গম ঘটাতে ?
পারেনি।
পারেনি বলেই মেঘের কাছে
বার্তা পাঠাচ্ছি —
মরুঝড় বন্ধ করে
তরমুজ বনে বৃষ্টি আনুক মেঘ।
অক্ষর, পদ, পংক্তিমমা অতিক্রম করে
শব্দবীজের মালা গেঁথে
সম্পূর্ণ একটা বাক্য গড়ে উঠুক,
যার শেষ কথা —সাম্যবাদ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন