লেবেল

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক-২।। সমস্ত কিছু দিতে হবে — হীরক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক-২।।



সমস্ত  কিছু দিতে হবে

হীরক বন্দ্যোপাধ্যায় 

মানষ পৌঁছে যাক উৎসবে 
ফুলগাছ গুলো দুলে করুক নাচ
বলতে গিয়ে ধক করে 
তোকে কয়েক লাইনের শরীর দিয়েছি শুধু কবিতা কল্পনালতা আর সেই তুই কিনা এতো সহজেই আঁটোসাটো যুবতী হয়ে উঠলি
কী বলি  কী বলি 
এখন সমুদ্রের কাছে গেলেও সমুদ্রহীনতার কথা ভাবায় আমায় ,এখন আকাশ কালো মেঘের আড়ালে দেখি কোনও ভরভরন্ত নদী নেই 

সত্যি বলতে কি দরজা এখন আধেক খোলা
বন্ধ হয় না  কখনো 
সকাল বিকেল সন্ধে রাত্রি গোধূলি. ...

সত্যি করে বলতো দেখি এ পৃথিবীর ভার কাঁধে তুলে নিতে তুই কি তাহলে আবার এলি

এবার ফিরে এলে আমায় শেখাস ক্ষমা 
উদাসীন পর্যটন 
মানুষের বেঁচে থাকার রসদ হিমকুসুমদের মায়া

কত  কি যে হয়না পাওয়া  মাত্র একটা জীবনে 

এই দিনগত ক্ষয় নিয়ে এলোমেলো অলীক দর্পনে 

কিছুই পারিনি দিতে,কয়েক লাইনের শরীর দিয়েছি শুধু, তাবলে সব...সব কিছু দিয়ে যাবি তুই ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন