।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -১৩।।
অন্তরাত্মার নির্দেশ
হীরক বন্দ্যোপাধ্যায়চারিদিকে শত্রুর ফিসফাস হোম ওয়ার্ক চারিদিকে
পয়গম্বর, উত্তর দক্ষিণে চাপাতির কোপ পূর্ব পশ্চিমে
মীরজাফর আলির বংশধরগণ কাঁচি করে দিয়েছিল
তোমার উত্থান, এবারে এরপর মহোৎসব সম্পূৰ্ণ হলেও কিন্তু পারল না ,মাথানত করে ধরা দিল
হয়তো এই প্রথম হয়তো এই শেষ
দেওয়ালে পিঠ ঠেকে যায় এমন কোনো স্বাধীন সার্বভৌম ভূখন্ড থাকবে না
কোনও দৈববাণী নয় কোনও দৈববাহিনীও নয়
যাদের স্বজন বন্ধু বলে এতদিন ভেবেছো
তারাও মৌনতা অবলম্বন করবে এসব ই সত্য
সহজ এবং সরল ঠিক জলের মতোই
যে পাত্রে রাখা যায় সেই পাত্রে সমাহিত
জেনো,এসবের বাইরে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে
হয়তো ভয়াবহতার নিরিখে পা হাড়ি খাদ অথবা কৃষ্ণগহ্বরের কুহক এক আর মাঝ সমুদ্রে হাঙরদের
স্বপ্ন বিলাস অমরত্ব বলে কিছু থাকে কীনা অবশেষ হিসেবে নির্বাণের মহাপৃথিবী তবু অতিক্রমণ অতিক্রমণ. ..
পরাজিত হবার জন্য তুমি জন্ম নাও নি
হ্যান্ডস আপ ,হাত তুলে ধরো
ধ্বংস হয়ে যাবে তবু
মাথা নাোওয়াবে না কখনো ,ধরে নাও এই তোমার
অন্তরাত্মার নির্দেশ. ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন