লেবেল

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -১৪।। প্রতিবাদ — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -১৪।।




প্রতিবাদ 

সোমা চক্রবর্তী 

যখন অন্যায়, দুর্নীতি আর অত্যাচার 
সীমা পার হয়ে যায়, তখন 
অবধারিত ভাবে জেগে ওঠে প্রতিবাদ!

তখন 

লেখনী হয়ে ওঠে ক্ষুরধার হাতিয়ার 
ছাড়পত্র  মেলে হৃদয়ের ঘৃণার  উদগীরণে 
বঞ্চনা, অন্যায় জন্ম দেয় ঘৃণার 

লেখনী তখন তলোয়ার  হয়! 
পুঞ্জিভূত ঘৃণা জন্ম দেয় বিপ্লবের, আর 
শিরদাঁড়া সোজা হয়ে থাকে নিজের জায়গায়,
বিকিয়ে যায় না অন্যায়ের  কাছে 

বাঁধ ভাঙা সমুদ্রের জল তখন 
আগ্রাসী-প্রতিবাদ হয়! 

দুর্নীতির  নাগপাশ ছিন্ন করে, মন তখন
দুর্নিবার বহ্নি শিখা, 
তাণ্ডব করে তার লেলিহান শক্তি দিয়ে
ছিন্নভিন্ন  করে সমাজের যতো ঘৃণ্য অত্যাচার 

তখন 

প্রতিবাদ অপ্রতিরোধ্য!
তবেই না হাসবে পৃথিবী আগের মতো 
ভোরের আলোয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন