।। প্রতিদিন বিভাগ।।
।। প্রতিবাদী কবিতা -২৮।।
রাত দখল
অলোক চট্টোপাধ্যায়
রাত মানেই অন্ধকার
রাত মানেই ভয়ের হাতছানি।
রাত মানেই মুখোশ খুলে পিশাচ জেগে ওঠা।
রাত মানেই অসুরক্ষা,
আশঙ্কার প্রহর গুনে চলা।
অথচ পাপ জানেনা দিন রাত।
প্রকাশ্য আলোয়
স্পর্ধার ছত্রছায়ায় চলে ভয়ের বেসাতি।
লোভ বা লালসা কোনো
দিন রাতের তফাৎ জানেনা।
ঠিক তেমনিই
যখন জাগ্রত জনতা
রাতের দখল নিতে নেমে আসে পথে,
শুধু রাত নয় -
মহাশঙ্খ বেজে ওঠে দিন বদলের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন