লেবেল

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। প্রতিবাদী কবিতা -২৬।। সত্যের সন্ধানে বারবার —অসীম দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

     ।।  প্রতিবাদী কবিতা -২৬।।




সত্যের সন্ধানে বারবার

অসীম দাস 


দৃশ্যেরা বারবার দিক বদলায় ।

আমার বিশ্বাসী বায়ু প্রতিটি প্রশ্বাসী নিঃশ্বাসে স্থির ।

বহুরূপী দৃষ্টি মিলে বিপরীত বোধের বিন্যাস ।

অসম্ভবের শেষ ধাপে আমি কি সমাপ্ত হতে পারি ?


রক্তবীজের মতো রহস্যের জন্ম হয় রোজ ।

সূত্রের সমীকরণহীন সমস্যার সমাধান চাই ।

হাজারো মাইল পথ মিছিলেই হেঁটেছেন বুদ্ধ প্রমুখ মনীষী ।

স্মৃতি সেতু ধরে আছে সময় সন্ন্যাসী ।


ক্রমশঃ জটিল জটে জড়িয়ে যাচ্ছে সত্য শরীর ।

হত্যার চক্রব্যূহে মিথ্যা বহুমুখী ।

সত্য তো একটাই , 

যার কোনও জমজ জিন নেই আর ।

চলো সেই সত্যের সন্ধানে যাই বারবার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন