লেবেল

রবিবার, ২৩ জুন, ২০২৪

।।প্রতিদিন বিভাগ।। ।। জুন সংখ্যা।। ।। বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২২।। দুর্গাদাস মিদ্যা-র কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।।প্রতিদিন বিভাগ।। 


      ।।  জুন সংখ্যা।। 

 ।।  বিষয় - মুক্ত (গুচ্ছ কবিতা) -২২।।





দুর্গাদাস মিদ্যা-র  কবিতা 


১.

আষাঢ় 


আকাশ ভেঙে বৃষ্টি পড়ার কথা অথচ দেখো

কেমন কাঠ ফাটা রোদ্দুর খেলে যাচ্ছে পরকীয়া -খেলা। 
প্রকৃতিও এখন যেন নির্লজ্জ
বিচার বুদ্ধি সব হারিয়ে  তারই সৃষ্ট সন্তানদের 
অগ্নিকুন্ডে নিক্ষেপ করছে দানবীয় রূপে।
কমনীয় ভাব সব যার আধার ছিল প্রকৃতির হৃদয় এখন শক্ত পাথর যেমন।



২.
পাপ

আগুনে হাত দিলে ঝলসে যায় হাত 
এই সত্য অজানা নয় তবু এ সত্য জেনেও
আগুনে দিই হাত ।
বৃক্ষ ছেদন ঘোরতর অপরাধ বাঁচার স্বার্থে
তবু লোভ আর লালসায়  এই অপরাধ  সংঘটিত হয় ।এ যদি পাপ না হয় তবে আর কাকে বলে পাপ । তাই খরা হয়ে অভিশপ্ত জীবন বয়ে চলি আজ আমরা।শত শত মানুষের প্রাণ ওষ্ঠাগত
প্রাকৃতিক প্রতিশোধে।
-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন