।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১১।।
ভিন্ন অবস্থান থেকে
কিশোর নাগ
কবিতাটি তোমাদের জন্য যারা শোষণের কষ্ট
ক্লান্তি আর বিষাদের মাঝে হাবুডুবু
যারা রাতের অন্ধকারে শুকতারা
দেখার জন্য ব্যাকুল
আমি তোমাদের জন্য কিনে রেখেছি সবুজ
ফিতে , যা দিয়ে তোমাদের
কিশোরী মেয়ের মাথার চুল বেঁধে দেবে
আমি তোমাদের জন্য কিনে রেখেছি ছাতা
যার নিচে খুঁজে পাবে নিরুপদ্রব আশ্রয়
প্রতিটি বাতাসে যাতে নাচতে পারো
তার জন্য ফুরফুরে রুমাল আর বেশ কিছু
হলুদ ওড়না
অত:পর আমরা একত্রে বসবাস করব
আমাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যবেক্ষণে নব বসন্তের স্বাদ আস্বাদন করে চলব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন