লেবেল

সোমবার, ১১ মার্চ, ২০২৪

মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১২।। বসন্ত সরিৎ -তন্দ্রা ভট্টাচার্য্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১২।।



বসন্ত সরিৎ

তন্দ্রা ভট্টাচার্য্য 

সে সাধানায় জেগে ওঠে রোজকার গান।
কপোত কপোতীর বৃক্ষে ছুঁয়ে আছে 
পলাশ অভিমান।
কোন সে অতীত মানভঞ্জন বসন্ত সরিৎ।
কতকাল দেখা নেই, রান্নাঘরের তাকে তাকে সেজে আছে মসলার  মিলিত প্রণয়।
কেন পড়েছিল চোখ? ভাষা নিয়েছিল সময়ের তিয়াসা।
দুরুদুরু বুক দোল পূর্ণিমায় হঠাৎ দেখা সেই অযাচিত সুখ।
উচাটন মনভবন লেখে বসন্ত কথন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন