।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১০।।
বসন্ত বিপ্লব ও রক্তিম একাকিত্ব
দীপক বেরা
মুখোশ খুলে যায় ক্লান্ত মিছিলে
আনুগত্যহীন অন্যমনস্কতায়
লোভী গন্ধ আর কৌশলী পরিক্রমায়
দেশান্তরী হয় বিপ্লব
টলায়মান অস্তিত্বে কী সংক্রামক অসুস্থতা
এপাশে ওপাশে জেগে ওঠে চোর ও দুর্বৃত্ত
সংসার সীমান্তে বিশ্রাম খোঁজে তরুণ শ্রমণ
পদ্মভ্রমর থেকে বেলেহাঁসের মাটিতে
নীলাভ শ্যাওলা আর জলজ উদ্ভিদের কাছে
স্রোতবিহীন জল পেরিয়ে
পক্ষ অথবা প্রতিপক্ষ পেরিয়ে
অজ্ঞাত অক্ষরেখা অতিক্রমণের পাসপোর্ট নিয়ে
তারুণ্যের সন্ধানে ঝিনুকের বাগানে
অভিমানী শৌখিনতায় তবু বসন্ত আসে
রক্তিম একাকিত্বে শুকনো পলাশে শিমুলে
লেপটে থাকা বারুদ খোঁজে ফাগুনের অগ্নিশিখা
ঝুলে পড়া মুখোশ ও ক্ষতময় ঠোঁটের দুপাশের
দোদুল্যমান ফ্যাকাসে বিবর্ণ অবয়বগুলি
সব ব্যঞ্জনবর্ণের মতো অমেরুদণ্ডী
ওইসব দৃশ্যের অবাঞ্ছিত ট্রাফিকে
ততক্ষণে থেমে গেছে আমার যাত্রা
ঢালে ও বর্শায়, মধ্যাহ্নজন্মের কালবেলায়
বিকেল পেরিয়ে চিরন্তন রাত্রি নামে
শবাধারের ঠিকানায় উড়ে যায় দগ্ধ আয়ুষ্কাল...
অনন্য সাধারণ। খুব ভালো লাগলো।
উত্তরমুছুনপ্রিয় কবিকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সতত। শুভ সকাল.. ❤️💖🙏
উত্তরমুছুন