লেবেল

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

জন্মাষ্টমীর কবিতা —২ ।। ননী চোরা — পরমেশ্বর গাইন।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






জন্মাষ্টমীর কবিতা —২



ননী চোরা

পরমেশ্বর গাইন



সকল নারীর আপন ছেলে

অষ্টম গর্ভে দেবকীর কোলে

কংসের ত্রাস যশোদার কৃষ্ণ

এসেছে অবতারে বিষ্ণু। 


মানব প্রেমে বিশ্ব জনে

রোহিনী নক্ষত্রের শুভক্ষণে

ভুমিষ্ঠ দূরন্ত সে গোপাল

কেটেছে কংসের সুর ছন্দ তাল। 


পাশবিক দানবীয় নগ্নতা

মুছে মানুষের জন্য মানবতা

কৃষ্ণ প্রমের ইতিকথা

সৃষ্টির মাঝে ছড়িয়ে গেছে এ বারতা। 


আয়ন ঘোষের রাধা

সে যে কৃষ্ণ প্রেমে বাঁধা

ননী চোরা যশোদার ছেলে

আজ ঘরে ঘরে মায়ের কোলে দোলে। 


শ্বাশ্বত শান্তি সুখ সাগর

কৃষ্ণ নামে ভরপুর... 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন