লেবেল

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —৮।। শরৎ এলো টগবগিয়ে — প্রদীপ কুমার চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





শরতের আগমন —৮


শরৎ এলো টগবগিয়ে

প্রদীপ কুমার চক্রবর্তী

 


কাশের বনে ঘুম ভাঙিয়ে

শরৎ এলো টগবগিয়ে,

ভোরের অরুণ আভাস মেখে 

শিউলি ঝরে ঝলমলিয়ে।

ঊষার সোহাগ যেই না পাওয়া

উড়লো পাখি ঝটপটিয়ে

টগর ফুলে প্রজাপতি

খুঁজছে মধু শুঁড় নাচিয়ে ।


পুকুর ভরা শাপলা শালুক

চোখ মেলেছে মন ভরিয়ে 

জলের ঢেউএ মাতন লেগে 

নাচছে তারা ঘাড় দুলিয়ে ।

পাড়ার বধূ নাইছে ঘাটে

ডুব গেলে যায় জল ছিটিয়ে

হাঁসগুলো ওই গুগলি তোলে

মুখ ডুবে সব পা উঁচিয়ে।


বৃষ্টি ফোঁটা খুশিতে ঝরে 

দুষ্টু ছেলের গা ভাসিয়ে

বনের মাঝে শালিক ওড়ে

যাচ্ছে তারা গান শুনিয়ে।

আকাশভরা নীলচে রঙে

মন ভুলেছে প্রাণ ভরিয়ে

জীবনবীণায় সুর উঠেছে

ছন্দকথায় মন মাতিয়ে।


মেঘবৃষ্টির খুনসুটিতে

হাসছে শরৎ বুক ফুলিয়ে,

বামুনপাড়ার সেই মেয়েটা 

কাঁদছে দেখি মুখ লুকিয়ে।

ধানের ক্ষেতে শারদলক্ষী

সবুজ হাসি দেয় ভাসিয়ে

আনন্দের এই ঝরনাধারায়

সব ভেসে যায় তাই জানিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন