লেবেল

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —৯।। পুজো পুজো গন্ধ — বীথিকা পড়ুয়া মহাপাত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —৯


পুজো পুজো গন্ধ

বীথিকা পড়ুয়া মহাপাত্র


বর্ষা এলো অসময়ে, শরৎ তোমার তাই দেরি?

কালো মেঘে আকাশ ঢাকা, কাশদের খুব মন ভারী।


বর্ষাঘাতে শিউলীর জ্বর, ভাসলো না মেঘ নীল গাঙে,

পুজো এবার দেরিতে তাই দুগ্গামায়ের মন ভাঙে।


মহড়া দেয় ঢ্যামকুড়াকুড়, ঢাকে কাঠি পড়লো যেই, 

অমনি দেখি নীল আকাশে পুজো পুজো গন্ধ পাই।


স্তুপ মেঘেরা দল বেঁধেছে, নানান পোশাক রঙবাহার,

বর্ষা গিয়ে আশিন এলো গলায় পরে শিউলী হার।


চারদিকেতে সন্ত্রাস ও স্বার্থসুখের ভোজবাজি, 

যন্ত্রনাতে আছে মানুষ অসৎভাবে কাজ খুঁজি।


কারো ঘরে অঢেল টাকা, কারো চলে কষ্টে দিন,

কর্মহীনের বেকারত্ব স্বপ্ন মেরে বাড়ায় ঋণ।


মাগো তুমি আনো এবার দুহাত ভরে কর্মসুখ,

হাতের পরে হাতটি রেখে এড়িয়ে যাবো অনেক দুখ।


মনের মধ্যে পোষন করা হিংসা ও  লোভ পুড়েই যাক,

পুজো পুজো গন্ধ পাচ্ছি, আনন্দটা সবাই পাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন