শরতের আগমন — ৭
ব্যাধ
অজিত বাইরী
ডানা ছেতরে, মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে নিসর্গের মুক্ত বিহঙ্গ;
ডানায় টাটকা রক্তের দাগ। কাছে গিয়ে ঝুঁকে চমকে উঠলাম, এ তো আমাদের পবিত্র গণতন্ত্র! নীলিমার মতো নীল চোখ দুটি বেরিয়ে এসেছে ঠিকরে, ঠোঁটের পাশে জমাট বেঁধে শুকিয়ে গিয়েছে রক্ত।
পাশেই পড়ে আছে ভাঙাফুটো জনগণের মত দানের বাক্স; চারপাশে ছড়িয়ে আছে রক্তে ভেজা পালক। বাক্সের উপর কালো কালো অক্ষরে
লেখা আতঙ্ক, সন্ত্রাস, লুট, মৃত্যু।
কত শিশু অনাথ হয়ে গেল! কত পিতা হল
সন্তানহারা, কত মায়ের বুক ফাটলো!
কত সংসার ভেসে গেল রক্তনদীতে খড়কুটোর মতো। পছন ফিরে দেখি, লক্ষ্যভেদী ব্যাধ—-
চোখে তার দপদপ করছে জয়ের মত্ত উল্লাস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন