লেবেল

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

জন্মাষ্টমীর কবিতা।।শুভ জন্মাষ্টমী - দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জন্মাষ্টমীর কবিতা —১



শুভ জন্মাষ্টমী

দুরন্ত বিজলী

এখন এই অসুস্থ সময়ে তুমি আবার
পৃথিবীর কোলে আসো ঠাকুর।
চারিদিকে কলঙ্ককালো,
মানুষ আপাত মানুষ ভেতরে অমানুষ,
একটু হলেও অধিকাংশ মানুষের ভেতর তা আছে।
হৃদয়ে শুভ চেতনা প্রোথিত করো হে কৃষ্ণ!
আগুন ও জলের উষ্ণতা স্বাভাবিক হোক।
বাতাসে শীতল স্নিগ্ধতা আসুক।
পৃথিবীর পরিবেশ স্বাভাবিক ও বৃষ্টিতে
সবুজ সৌন্দর্যময় হোক।
তোমার প্রেমের বাণী আজ বাণিজ্যে স্থান।
হৃদয়ে রোপন কর ঠাকুর।
ভালোবাসার বড় অভাব।
মধুর বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক
তোমার এই শুভ জন্মদিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন