কবিতায় বর্তমান সময় -২৩।। খামে মোড়া দাগ — বিকাশরঞ্জন হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।
কবিতায় বর্তমান সময় -২৩
খামে মোড়া দাগ
বিকাশরঞ্জন হালদার
গুচ্ছ-সংস্রব পুড়ে যায় বুকের ভিতরে। কাতর-দৃষ্টি, সে তো - পথের ধুলোয়। হাতের ওপর হাতটি রাখা দিন, ছায়া ফেলে উড়ে চলে গেলে, পড়ে থাকে - দূরত্ব অনুভব খামে মোড়া-দাগ!
খুব সুন্দর অনুভবের প্রকাশ।
উত্তরমুছুন