লেবেল

সোমবার, ২৬ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —২১।। সেদিনের সন্ধায় — সনথ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 







কবিতায় বর্তমান সময় —২১



সেদিনের সন্ধায়

সনথ রায়


সেদিনের সন্ধায় দেখেছি তোমায়
বোঝিনি তখন রূপের কোলাহল ।
দুইদিন পরের সকালবেলা আবার দেখা
বিশ্বাস হয়নি তখন নিজেকেও ।

সন্ধায় দেখিনি কাজল কালো চোখ
দেখতে পারিনি রূপের বাহার ।
স্পষ্ট আলোর সমাহারে সকালে
জুরায়িল নয়ন এবং অঙ্গ আমার ।

প্রশ্ন মনে এখনো জাগে
এতো অপরূপ কেউ কিভাবে হয় ।
প্রশ্ন করি এখনো নিজের কাছে
এতদিন ওকে দেখিনি কেনো ।

যতো দেখি তাকে নয়ন খুলে
তৃষ্ণা না মেটে বেড়েই চলেছে ।
যতো বলবো ভাবছি মুখটি খুলে
সামনে যাওয়ার সাহস হারিয়ে যাচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন