লেবেল

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৩২ ।। ভাষাদিবস — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৩২



ভাষাদিবস

হীরক বন্দ্যোপাধ্যায় 

নিদ্রায়  জাগরণে অষ্টপ্রহর একুশে ফেব্রুয়ারি 
আমাদের ঘুম কেড়ে নিয়েছে 
আবদুল রফিক জব্বর 
মনকেমনের ভাষায় 
তোমরা আজ ও উদ্ধারের  আঙুল 
আসমুদ্র হিমাচল 
চেনাবানানের ভুলের উপর  কি যেন ছিল বা আছে
ভাষার জন্য এত রক্তপাত
ঘুরে ফিরে  আসে
অন্ধকারের  মধ্যে সাদা আলো ... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন