আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৩১
ভাষা লিপি
সুদীপ কুমার চক্রবর্তী
এই বর্ণ মালায় জেগেছে নতুন প্রাণ
অক্ষর চিহ্নে জেগে উঠেছে এ জীবন
মুক্তকণ্ঠে গেয়েছি আমরা শব্দস্বরলিপি
হাঁটার ছন্দে বেজেছে তাই ভাষার স্পন্দন।
প্রতিদিনই আমাদের একুশে ফেব্রুয়ারি
আবেগের কাছে হার মেনেছে যুক্তির সুড়সুড়ি।
এই বাংলা এনেছে নতুন জীবন ধারা
বাংলা কাব্যে হৃদয় যে মাতোয়ারা।
সবখানে থাক সেই অক্ষর রূপকথা
জীবিকায় থাক অন্য ভাষা নয় তার স্তাবকতা
জ্ঞানের জন্য খোলা থাক সর্ব দিকের দুয়ার
বাংলা ভাষা ঝুলুক কণ্ঠে হোক আজ মণিহার।
শোক মিছিল আর উৎসবে এই ভাষার জন্মদিন
মুখরিত হোক হৃদয়ে হৃদয়ে বাংলা ভাষার ঋণ।

সুন্দর
উত্তরমুছুন