লেবেল

বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা ১০ ।। হে মহাজীবন - সৌমিত বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা ১০



হে মহাজীবন 

সৌমিত বসু


তিনি আমাদের শিখিয়েছিলেন 

কিভাবে রাজার ছবির ওপর থুতু ফেলতে হয় 

আমরা শিখিনি ; ভয়ে, সামাজিকতায়, বশ্যতায় |


দূরে সমুদ্রের ওপর জেগে উঠছে তার চূড়ো 

ভিজিয়ে দিচ্ছে আমাদের কাপড় চোপড়, 

                                            গ্লানি, সমূহ অতীত ;

চোখ জ্বালা ক'রে কান্না এসে দাঁড়াচ্ছে 

রেটিনা ব রা ব র 

স্পর্শ এসে দুলিয়ে দিচ্ছে বিশ্বব্রম্ভান্ড 

একটি ছড়ি হাতে নিয়ে তিনি হেঁটে চলেছেন 

উত্তর থেকে দক্ষিণ 

পায়ের স্পর্শে নেচে উঠছে অভাবী ভারতবর্ষ |


বিজ্ঞাপনের সমস্ত রং শুষে নিয়ে 

একটি বিশাল বটগাছ ডালপালা ছড়িয়ে 

উন্মাদের মতো শুধু হাসছে 

আর তার তলায় ছায়া পোহাচ্ছে একনৌকো সন্ততি



1 টি মন্তব্য: