লেবেল

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩

স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৪।। ভালোবাসার প্রত্যাশী — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৪



ভালোবাসার প্রত্যাশী

দীপক বেরা 


চারিদিকে প্রসারিত নিশ্চল অন্ধকারে 
বহুচেনা দীর্ঘ মুখের উৎসব
দর্পণে অজস্র মুখের মিছিলে
তোমার মুখ যেন মনেই পড়ে না —
পৃথিবীটা বদলে যাচ্ছে ক্রমশ..
অর্থ-অনর্থের যুদ্ধে রক্তাক্ত হচ্ছি প্রতিদিন
তবু এই মায়াময় জীবন জড়িয়ে 
আমাদের বেঁচে থাকার অক্লান্ত প্রয়াসে 
প্রেম ও মৈত্রীর এই পার্থিব মহাগার্হস্থ্যে 
তুমিই তো সেই উচ্চতর প্রেরণার ঘ্রাণ! 
আমরা যে চিরভিখারি, হাতে নেই 
দানের যোগ্য ধুলপরিমাণও অর্থ ও সামর্থ্য 
আছে শুধু ইচ্ছে, অনুরাগ, আর চোখের জল। 

হে বীর সন্ন্যাসী যুগনায়ক—
এই ক্রান্তিকালে চোখের জল মুছিয়ে
তুমিই দিতে পার মুহূর্তকালের তরে
প্রতিজ্ঞা এক ঝাঁঝাল
এই রক্তাক্ত আবহে তুমিই দিতে পার
শুশ্রূষার জল, এক ঈশ্বরীয় আলোর শিখা
জীবের প্রতি — প্রেম প্রীতি ভালোবাসা
কোনও প্রতিশব্দ নেই যার..
তোমার কাছে নতজানু সেই দানের আশায় 
লক্ষ্যহীন অসীম ধৈর্য্য নিয়ে আছি অপেক্ষায়
শুধু এইটুকু প্রত্যাশা ---

৩টি মন্তব্য: