স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৫
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে ...
গোবিন্দ মোদক
তুমি বিলে — তুমি নরেন — বিবেকানন্দ তুমি,
সর্বত্যাগী সন্ন্যাসী তুমি — জাগালে ভারতভূমি।
তোমার আবির্ভাবে বাঙালি জীবনে জাগে অনুপ্রেরণা,
মোক্ষ ছাড়াও মানবজাতির সেবা তোমার সাধনা।
তোমার সাধনা ছিল মানবমুক্তির সাধনা - হে সন্ন্যাসী,
অভীঃ মন্ত্রে দীক্ষা দিয়ে তুমি জাগালে ভারতবাসী।
মানবধর্মের বাণী দিয়ে তুমি জাগালে যুবসমাজ,
তোমারই দেখানো পথে চলল মানবসেবার কাজ।
তুমি বললে মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর-ও ভাই,
তারাই প্রকৃত ভারতবর্ষ তাদের জন্য কিছু করা চাই।
তোমার এই আদর্শ আর — অমৃতস্বরূপ বাণী,
যুগ যুগ ধরে তা অনাদি - শাশ্বত হিসেবেই জানি।
জাতির নিস্তরঙ্গ জীবনে তুমি এনেছো যুব-তরঙ্গ,
অগ্নিমন্ত্রে দীক্ষা দিয়ে জাগিয়েছো বাঙালি ও বঙ্গ।
লক্ষ কোটি প্রণাম জানাই জন্মদিনের শুভক্ষণে,
চিরজাগরূপ তোমার আদর্শ থাকুক সবার মনে॥

অসাধারণ
উত্তরমুছুনআন্তরিক ভালোবাসা ও অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন, শুভ সকাল.. ❤️💕🙏
উত্তরমুছুন