লেবেল

বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -২১ ।। সংকেত — ভবানীশংকর চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


জীবনবোধের কবিতা -২১



সংকেত

ভবানীশংকর চক্রবর্তী

কোন কিছু ফুটে ওঠার মধ্যে লুকিয়ে থাকে দুর্বোধ্য সংকেত
বুঝি না বুঝি
যে নামেই ডাকা হোক তাকে
যেভাবে পেরোতে চাই সংকটকাল 
সেভাবেই যত ভ্রান্তি ও নিরুত্তাপ দেওয়া নেওয়া
কিংবা যত অগোছালো সংলাপ
সে সব আসলে যাপিত জীবনের অগ্রন্থিত কবিতার মালা

একের পর এক পরত খুলে দেখি
সেই গোপনতর ভুবনের সব কিছু এলোমেলো
সেখানে ফ্রয়েড থেকে জা পল সার্ত্র বেজে ওঠে সিম্ফনির মতো

বুঝিনি কিছুই
অথচ আশ্চর্য ! কবিতার মধ্যে বোনা হয়ে যায়
ফুটে ওঠা থেকে ঝরে যাওয়া
তারপর আবার... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন