লেবেল

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -২০।। একদিন হারিয়ে যাব — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




জীবনবোধের কবিতা -২০



একদিন হারিয়ে যাব 

মুক্তি দাশ


দিনক্ষণ নির্ঘন্ট ঠিক করা নেই
একদিন হারিয়ে যাব 
স্বপ্ন-ময়ূরের ডানায় চেপে দূর-সীমানায়
মেঘমালার দেশে-
হারিয়ে যাবে যাবতীয় কারুকার্যময়
দীর্ঘশ্বাসের ইতিহাস। 

শূন্য প্রেম-বারান্দায় 
স্মৃতি-স্পর্শ আগলে পড়ে থাকবে
একাকী চেয়ার
পায়ের কাছে পোষা কুকুরের মত 
একচিলতে কাঙাল রোদ্দুর আর
চায়ের টেবিলে অর্ধসমাপ্ত চায়ের কাপ 
এবং তুমি। 

ব্যালকনির এককোনে তখনও 
গভীর মনোযোগী এক অনাবাসী মাকড়শা
জাল বুনে চলেছে 
শৈল্পিক সুষমায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন