লেবেল

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -১৯ ।। কবিতার দূর গন্তব্যে কবি, আমি ও আমরা — অমিতাভ সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জীবনবোধের কবিতা -১৯



কবিতার দূর গন্তব্যে কবি, আমি ও আমরা

অমিতাভ সরকার 


একই রাস্তা।

কিছু লোক হরিবোল ধ্বনি দিতে দিতে মানবতার ধূলি মেশানো ভক্তির খই ছড়াচ্ছে, কেউ আল্লার নামে দোয়া চেয়ে কোনো প্রিয়জনকে দাফন করতে নিয়ে যাচ্ছে বুকফাটা কষ্টে, চার্চের ঘন্টাধ্বনিতে মুখরিত আকাশ বাতাসে সম্প্রীতির মহাকাব্যিক সুর; আমি মানুষ, মানুষেরই কথা বলছি, মানবতারই জয়গান গাইছি, সবাই আমার দিকে তাকাচ্ছে, আমার গান শুনছে, মানে বুঝতে চেষ্টা করছে; সময়ের প্রেমযজ্ঞে বয়ে চলা নিরন্তর এই কর্মধারায় একা কেউ নেই, মনে মনে সবাই একসাথে... 

সবার বাড়ি ফেরার পথ যে সেই একই!

কবিই কেবল অনুভবের মেঘ যন্ত্রণা নিয়ে সামনে সোজা একলাই হেঁটে যাচ্ছেন, কোনো দিকে তাকাচ্ছেন না,

আজ আবার রচিত হবে আগামীর আশাবাদের চিরসবুজ সেই কবিতা... আমি আবারও গাইব, 

কবির থামলে চলবে না।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন