জীবনবোধের কবিতা -১৮
আমরা কি অসহায় ?
অমৃতা মৈত্র হালদার
আমরা জনে জনে আপস করি।
ভুলে যাই সব ব্যথা ।
যে ব্যথা ভোলার নয়।
আমরা প্রতিদিন সকাল দেখি।
রাত টা কে ভুলে যাই।
যে রাত ভোলার নয়।
আমরা নিজেকে মারতে থাকি।
পরিবার কে বাঁচাই।
জানি নিজেকে মারা ঠিক নয়।
আমাদের ইচ্ছে গাছে জল দিই না।
অনিচ্ছা তেই সব করে যাই।
ইচ্ছে গাছ ও বাঁচতে চায়।
আমরা প্রতিবাদ করিনা।
অন্যায় কে থাকতে দিই।
পরে সেই অন্যায় অত্যাচার হয়।
আমরা ভাবিনা আগামীর কথা।
রোজকার কাজ করে যাই।
ভবিষ্যৎ প্রশ্ন করে যায়।
হায় ! হায় ! হায় !
আমরা কি অসহায় ?
-

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন