জীবনবোধের কবিতা -১৭
একতলার ঘর
অর্ণব মিত্র
সেদিন বাড়িওয়ালাকে দেখলাম
পুরাতন বাজারে ,অনেকদিন পর।
বয়স হয়েছে অনেক, চুল- দাড়ি সাদা।
দেখে মনে পড়ে গেল
লাল মাটির গলির পাসে ওই বাড়িটার কথা
আর চোখের সামনে ভেসে এল
একতলায় আমাদের ঘরটা,
সামনে বারান্দা,ডানদিকে ছোট্ট রান্নাঘর।
এখন কি কেউ ভাড়ায় থাকে!
ঝাড়গ্রাম-এর কোনও ট্রেন ড্রাইভার বা
নারায়ণগড়ের কোনও স্কুল-শিক্ষক,
তাঁদের ছেলেমেয়েরা কি খেলে বেড়ায় উঠোনে
শীত,গ্রীষ্ম,বর্ষায়।
কেউ বলেছিল -জ্যঠিমা মারা গেছে
বেশ কয়েকবছর হল,
ওঁর মেয়ের তো বিয়ে হয়ে গেছে জানি কলকাতায়
আর ছেলেরা কোথায়!
দিল্লি না ব্যাঙ্গালোরে!
পঁচিশ বছর পর মনে হল কাছে গিয়ে বলি
আবার ওই একতলার ঘরটা কি ভাড়ায় পাব!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন