জীবনবোধের কবিতা-১৬
হেমন্তের কোলাজ
জয়ন্ত চট্টোপাধ্যায়
রাস্তা ভর্তি খানাখন্দ অপ্রিয় ধুলো
পা ডোবে চপ্পলে বিরক্তির ফটফট
সামনে খেলে দুটো ছেলে প্রায় খালি গা
জীর্ণ মলিন জামা হাওয়া খায়
চোখ পায় তামাটে শরীর
অপ্রতিরোধ্য দীর্ঘশ্বাস এমব্যাপে-গতি
গ্রাম ছাড়িয়ে ভজহরি মোড়
নামের দাবিদার ভজুদাদু কবেই
ক্যানসারে গ্যাছে,সেও এক
পোড়া হেমন্তের দিন
বাতার বেঞ্চের গল্পটা বেশ জাগে
ঝুলকালো তেলে স্বাদুতার সংজ্ঞা ভাজে
সাদাসিধা উমাদাদু
চপ-পেঁয়াজি আর বেগুনির বদলে কুমড়ি
গরম শরবত মার্কা চা উন্মনা চুমুক
অবুঝ খুশির ছেলেবেলা ফেরে
আগুনরঙা ধানের মাঠ বাঁশপাতা পাখি
চাতকউড়ান হেমন্ত মেখেছে
কোথা থেকে আসে,কোথায় লুকায় কে জানে!
ধোঁয়া ওড়ে কুয়াশারা ঘিরে নেয়
বাগান উঠোন পোড়া বুক বা ভাবনা
অভাবের বিষ স্বপ্ন পোড়ায়
সকাল থেকে বিকেল তাসের ঠাসঠাস
বিড়ির কটুগন্ধ ধোঁয়ার বিদ্বেষ
সেই ঘাটে পাড়ার ঠাকুমা- কাকিমা
ঝগড়ায় ডানহাতি তলোয়ার যুদ্ধকুশল
এত বিসংবাদ তবু …
তবু এত আলো এত ভালো
জীবনের বোধ জমে আটচালা

খুব সুন্দর কবিতা। অসামান্য সৃজন।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন