লেবেল

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -৫ ।। সবার উপরে মানুষ সত্য —গোবিন্দ মোদক।। Ankurisha।। E.Magazine।। Beng





জীবনবোধের কবিতা -৫


 সবার উপরে মানুষ সত্য 

গোবিন্দ মোদক 


বিশ্বজুড়ে বন্ধু আমার হিন্দু মুসলমান, 
পার্সি জৈন শিখ বৌদ্ধ কিংবা খ্রিষ্টান।
বিশ্বভাতৃত্বের ছোঁয়া আমার রক্ত জুড়ে, 
গান গাই আমি বিশ্বজুড়ে মানবতার সুরে। 
একমাত্র তীর্থ আমার এই পৃথিবীর মাটি, 
বিশ্ববাসী ভাই-বোন সব এই কথাটা খাঁটি।
ভালোবাসি কলকাতা ঢাকা প্যারিস লন্ডন, 
পৃথিবীতে অসহায় যতো আমার আপনজন। 
বিশ্বাস করি সবার মধ্যেই আছেন ভগবান, 
ঈশ্বর আল্লাহ বা গড বলো তিনি বিরাজমান। 
মন্দির-মসজিদ হৃদয়েতে গির্জাও মনের মাঝে, 
তিনি আছেন সর্বত্রই সকল রকম কাজে। 
"সবার উপরে মানুষ সত্য" - মনে রাখা চাই, 
মানবতার চেয়ে বড়ো আর কিছু তো নাই।।

1 টি মন্তব্য: