লেবেল

সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -৪।। ঐশ্বরিক — স্বাগতা ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in লিতেরাতুরে।।

 




জীবনবোধের কবিতা -৪



ঐশ্বরিক 

স্বাগতা ভট্টাচার্য 

সমাজ তোমাকে পতিব্রতা বললেও,
আমি  তোমাকে বার-বার খুঁজে পেয়েছি, নিখাঁদ প্রেমিকা রূপে।
আমিও পত্নীব্রতা না হয়ে নিজেকে তোমার যোগ্য করে তোলার নিত্য প্রয়াসে খাঁটি প্রেমিক।
বাংলা অভিধানে নেই 'পত্নিব্রতা' শব্দটি।
কারণ স্ত্রীর প্রতি যত্নবান পুরুষকে সমাজ ভালো চোখে দ্যাখেনা কখনো।
স্ত্রীর দু-চারটি কথা মেনে চলা পুরুষটিকে সমাজ গালাগালি করে স্ত্রৈণ  বলে।
সেই কবেই  আমার জন্য একটি আসন পেতে রেখেছ তোমার দেবতাদের সাথেই। 
আর আজ  তোমার সাথে বেশ কিছুটা পথ হাঁটার পর আমিও একটি আসন পাতলাম তেমার জন্য  তেত্রিশকোটি দেবতার পাশে 
প্রেমের প্রতীকী রূপে।

1 টি মন্তব্য: