শারদ অর্ঘ্য
মা আসছে —৯
মা
দুর্গাদাস মিদ্যা
কার মা? কেমন মা!
ভাবতে অবাক লাগে
নিজের মায়ের পেটে
ভাত নেই
পরনে কাপড় নেই
আর আমরা ধেই ধেই করে নাচছি এক সাজানো কাল্পনিক পুতুল উৎসবে।
দুর্গতি নাশিনী বলে যাকে
উদাত্ত কন্ঠে ডাকে সকলে
তবে সে কেন চুপ করে থাকে
এতো অন্যায় অবিচার দেখে।
যত চোর জোচ্চোর
কালোবাজারি সব ফুলে ফেঁপে উঠে আর অজস্র সন্তান তার যারা মা' বলে ডাকে তাদের থেকে মুখ ঘুরিয়ে রাখে অহংকারী বৈভবে।
বিশ্বজননী মা হতে গেলে
হৃদয় খুলে ভালবাসতে হবে
সকলকে। সবার চোখের জল
মুছিয়ে দিতে না পারলে তুমি
কিসের মা! সেই কথাটাই বুঝে উঠতে পারি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন