লেবেল

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -৩৯।। বাবার মতো - মালা ঘোষ মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অণুগল্পের আড্ডা -৩৯



বাবার মতো 

মালা ঘোষ মিত্র


আজ দুপুরটা বড্ড খাঁ খাঁ করছে। চড়া রোদে রাস্তার পিচ গলে যাচ্ছে।    কুন্তলা বারান্দায় জামাকাপড়
মেলতে মেলতে অন্যমনস্ক হয়ে পড়ে, —আরে
বাবা না, হঠাৎ অজান্তেই "বাবা   বাবা" বলে ডেকে
ওঠে।
বৃদ্ধ মানুষটি থমকে যায়, কুন্তলা গেট খুলে বেরিয়ে আসে। "তুমি আমায় বাবা বললে"—এই লকডাউনে আমায়  যে " বাবা " "বাবা" করতো
সে তো করোনায় চলে গেলো, সেই থেকেই—
কুন্তলা চমকে যায়! ---"আসুন না, আপনি তো আমার বাবার মতন, দুপুরে একটু বিশ্রাম করুন।" মুখের দিকে তাকিয়ে কুন্তলা বলে--"নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি? "
"না না আমি খেয়েই বেরিয়েছি" -- পৃথীশবাবু বলে ওঠেন। "আগে একটু জন দাও"
"হ্যাঁ হ্যাঁ দিচ্ছি", — দীর্ঘশ্বাস ছেড়ে পৃথীশবাবু বলেন, " বাড়িতে নিত্য অশান্তি, বৌমার আর দোষ কি,  ওদেরই চলে না তাতে আবার উপরি আমি, যমেও টানে না, কি করবো বলো তো?"ভাতের থালা রেখে কুন্তলা বলে ওঠে--" এমন বলবেন না "। তার চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়।বিড়বিড় করে বলে আজ আমার বাবা থাকলে...!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন