লেবেল

মঙ্গলবার, ১০ মে, ২০২২

শুধু কবিতায়... প্রকৃতি -ই সুর সংখ্যা -১১।। শ্রীমন্ত দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



প্রকৃতি -ই সুর সংখ্যা -১১

শ্রীমন্ত দাস



মন

হাতড়ে খুঁজি মনের মানুষ

মনের আঙিনাতে,

আপন করে হৃদয় মাঝে

রাখি আসন পেতে।


মনে থাকা মাধুরী দিয়ে

চিত্র আঁকি মনে,

ভালবাসার রং তুলিতে

সাজাই সযতনে।


মন উড়ে চলে সঙ্গী মেঘের

উদার আকাশ পানে,

দূর দিগন্তে মেলতে ডানা

ভালো লাগার টানে।


মনের জোরে আকাশচারী

যাচ্ছে চন্দ্রলোকে,

আবার মন হারিয়ে মনের মানুষ

মরছে বেজায় শোকে।


মনে মনে কথা নাকি

ভালবাসার ছোঁয়া,

আবার মন ভোলাতে ল্যাংটো শিশুর

 হাতে দেয় মোয়া।


মনটা কেমন কি তার গড়ন

 কেমন বা তার ঢং?

মনের সাথে মন মিশিয়ে

খেলে হোলির রং।


মনে থাকলে দৃঢ় প্রত্যয়

শংকা করে দূর,

মনটা ভাঙে অবিশ্বাসে

কাচ সম ভঙ্গুর।


মন খারাপের দিনগুলি দেয়

ভীষণ যন্ত্রনা,

মনের মাঝে মন যে কাঁদে

চায় খুঁজে সান্ত্বনা।


উদাসী, উদার,খোলা,ভোলা

অবুঝ সাদা মন,

আবেগ সেথা থাকে পোরা

 সদাই চনমন।


কুটিল জটিল হিংসা প্রবণ

মন দেয় যন্ত্রনা,

ওরে পাগল সারা জীবন

মানুষ চিনলি না।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন